বাংলা ভাষা
লিখেছেন লিখেছেন মামুন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৩:০২ সকাল
আজ একটি ছড়া লিখবার ইচ্ছে হলঃ-
বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা,
তাইতো জাগে আমার মনে
এই ভাষাতে ভালবাসা।
এই ভাষাতে কথা বলে
লক্ষ মানুষ বাংলাদেশে,
এই ভাষাতে আধো মুখে
শিশু কাঁদে শিশু হাসে।
এই ভাষাকে ভালবেসে
এই ভাষারই রাখতে মান,
গুলির মুখে বক্ষ পেতে
ছালাম জব্বার দিলো প্রাণ।
মায়ের ভাষা বোনের ভাষা
প্রাণের ভাষা বাংলারে-
তোমার জন্য করবো বরণ
যদি আসে মরণরে।।
বিষয়: সাহিত্য
৭৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বীয় ভাষা- মাতৃ ভাষার প্রতি অগাধ ভালবাসা ঈমানের পরিচায়ক! আমরা বাংলাদেশী হিসেবে 'বাংলা ভাষা' কেই সব চেয়ে ভালবাসি মনে-প্রাণে!!
তোমাকে পুষেছি মূখে মূখে
বুকে পুষিনি
শুভেচ্ছা নিরন্তর।
মন্তব্য করতে লগইন করুন