Rose Good Luck বাংলা ভাষা Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৩:০২ সকাল

আজ একটি ছড়া লিখবার ইচ্ছে হলঃ-

বাংলা ভাষা

Star Star Star

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার প্রাণের ভাষা,

তাইতো জাগে আমার মনে

এই ভাষাতে ভালবাসা।

এই ভাষাতে কথা বলে

লক্ষ মানুষ বাংলাদেশে,

এই ভাষাতে আধো মুখে

শিশু কাঁদে শিশু হাসে।

এই ভাষাকে ভালবেসে

এই ভাষারই রাখতে মান,

গুলির মুখে বক্ষ পেতে

ছালাম জব্বার দিলো প্রাণ।

মায়ের ভাষা বোনের ভাষা

প্রাণের ভাষা বাংলারে-

তোমার জন্য করবো বরণ

যদি আসে মরণরে।।

বিষয়: সাহিত্য

৭৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303900
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৪৮
কাহাফ লিখেছেন :

স্বীয় ভাষা- মাতৃ ভাষার প্রতি অগাধ ভালবাসা ঈমানের পরিচায়ক! আমরা বাংলাদেশী হিসেবে 'বাংলা ভাষা' কেই সব চেয়ে ভালবাসি মনে-প্রাণে!!
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
245823
মামুন লিখেছেন : সুন্দর অনুভূতি রেখে গেলেন। অনেক ধন্যবাদ প্রিয় কাহাফ ভাই।Good Luck Good Luck
303909
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১১
মোস্তফা সোহলে লিখেছেন : ও আমার ভাষা বাংলা ভাষা
তোমাকে পুষেছি মূখে মূখে
বুকে পুষিনি
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৫
245824
মামুন লিখেছেন : সহমত আপনার সাথে।
শুভেচ্ছা নিরন্তর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File